আন্তর্জাতিক বন দিবসে চবি বন ও পরিবেশবিদ্যা ইন্সটিটিউটের অনুষ্ঠান

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

চবি বন ও পরিবেশবিদ্যা ইন্সটিটিউটের উদ্যোগে গত ২১ মার্চ আন্তর্জাতিক বন দিবস পালিত হয়। এই আয়োজনে ছিল র‌্যালি, বৃক্ষরোপণ, পোস্টার প্রদর্শনী, আলোচনা সভা। চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র‌্যালি বের হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মাদ নাসিম হাসান এবং মেরিন সায়েন্স ও ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ।

ইনস্টিটিউটের গ্যালারিতে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য প্রফেসর বেনু কুমার দে, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম হাসান, ফরেস্ট একাডেমীর পরিচালক ড. মোল্লা রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন, বন ও পরিবেশ বিদ্যা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোহাম্মাদ জসীমউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মাদ আলআমীন। উপস্থিত ছিলেন ইউএন ফরেস্ট সার্ভিস কম্পাস প্রোগ্রামের শারমিন খানম, আইএএ এর সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ অ্যাডভোকেট শফিউল আলমের ১৭তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধহিন্দু ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক নির্বাচন