আনোয়ারায় লোকালয়ে মেছো বাঘ

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ মে, ২০২১ at ৫:২০ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে একটি মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আল আমিন একাডেমি সংলগ্ন মাঠে বাঘটি পাওয়া যায়।
বোয়ালিয়া গ্রামের বাসিন্দা ও আল আমিন একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মিয়া মো. আবদুল করিম বলেন, দুপুরে একাডেমি সংলগ্ন ধানের মাঠে বাঘটি দেখতে পায় স্থানীয় যুবক মোজাম্মেল, পরিমল ও ফয়সাল। এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্‌কে বিষয়টি জানানো হয়। বাঘটি চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান কাইয়ূম। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার বলেন, দেয়াঙ পাহাড় ও সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন ইউনিয়নের ঝোঁপঝাঁড়ে বন্যপ্রাণী শিয়াল, মেছো বাঘ, বন বিড়ালসহ নানান প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়। এগুলো বিভিন্ন সময়ে খাবারের খোঁজে লোকালয়ে নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে অভিযুক্ত টিসিবি ডিলারকে শোকজ
পরবর্তী নিবন্ধহট্টগোলের সভার পর সুপ্রিম কোর্ট বারে দুই পক্ষ মুখোমুখি