আনোয়ারায় দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

| বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব শুধু ছাত্রজীবনেই নয়, রাজনৈতিক জীবনেও সর্বদা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছেন। বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার আনোয়ারা উপজেলায় দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে নিজ উদ্যোগে সেলাই মেশিন বিতরণকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযেকোনো দুর্যোগে আওয়ামী লীগ মানুষের পাশে থাকে : পেয়ারুল
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ নির্মাণ শ্রমিকের মৃত্যু