যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ মানুষের পাশে থাকে : পেয়ারুল

| বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১০:৫৭ পূর্বাহ্ণ

অতিভারী বর্ষণের কারণে গ্রাম ও শহরে নিম্নাঞ্চল পানিতে প্লাাবিত হয়ে গৃহবন্দি আছেন লক্ষাধিক পরিবার। গৃহবন্দী পরিবার গুলো খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। পানি দীর্ঘসময় জমে থাকার কারণে প্রতিকূলতায় বিশেষ করে কষ্টে আছে শিশু ও বয়স্ক মহিলা। এই পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্যোগে সীতাকুন্ড উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া দাশ পাড়ার পানি বন্দী পরিবারের মাঝে হাইজিন পার্সেল বিতরণকালে জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, পানিবন্দির ফলে আপনারা অনেকে মানবেতর জীবনযাপন করছেন। এই পরিস্থিতিতে আপনাদের আমরা এসে সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মানুষের কল্যাণে রেড ক্রিসেন্ট সবসময় ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছে। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর আমাদের কর্তব্য। বন্যায় ঘরবন্দী ৩০ টি পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেয়া হয়। জেলা পরিষদের চেয়ারম্যান আরো বলেন, যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থাকে। সরকার বা বিরোধীদল যেখানেই আওয়ামী লীগ থাকুক না কেন, আমাদের দলের নেতাকর্মীরা সর্বদা সারাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য কাজ করছেন। ঘূর্ণিঝড়, বন্যা বা অন্য যেকোনো দুর্যোগে আমরা সবসময় মানুষের পাশে থাকি এবং মানুষকে আমাদের সহায়তা অব্যাহত রাখব। বন্যার পানি নামার পর বিভিন্ন সমস্যা ও পানিবাহিত রোগ দেখা দিতে পারে, এজন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। বর্তমান সরকার বানভাসিদের পাশে সব সময় রয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, মো. শহিদুল ইসলাম পিন্টু, ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো.শাহজাহান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে দুস্থ নারীদের সেলাই মেশিন দিলেন এমপি ফজলে করিম
পরবর্তী নিবন্ধআনোয়ারায় দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ