আনোয়ারায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

আহত ১০

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আনোয়ারার রায়পুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান জানে আলম ও রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী(স্বতন্ত্র) প্রার্থী আমিন শরীফের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। গতকাল হাজিরপাড়া ও চুন্নাপাড়ায় দুই দফা এ ঘটনা ঘটে। এতে মনির(২২),আরফাত(২৩) আবদুল মান্নান(৪৩), ওয়াসিম চৌধুরী(২২), মো. এনাম(২২), হৃদয়(১৮), পারভেজ(২০), গিয়াস উদ্দিন(৩৫), জানে আলম(৩১), আবুল কাশেম(২২) আহত হয়। আহতরা দুই প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জানে আলম অভিযোগ করে বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বি দলের বিদ্রোহী প্রার্থী আমিন শরীফের সমর্থকরা আমার সমর্থকদের উপর হামলা করে আহত করে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এব্যাপারে আমিন শরীফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
আনোয়ারা থানার ওসি দিদারুল ইসলাম জানান, রায়পুর ইউনিয়নে দুই প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচনকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কোন পক্ষ অভিযোগ দেয়নি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধঅভিজিতের খুনিদের তথ্য চেয়ে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের