আদিবাসীদের ইতিহাস তুলে ধরতে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতে পরিবর্তন

| শনিবার , ২ জানুয়ারি, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্যের স্বীকৃতি দিতে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত সংস্কার করা হয়েছে। জাতীয় সংগীত থেকে ‘ইয়াং অ্যান্ড ফ্রি’ কথাটি ফেলে দিয়ে সেখানে ‘ফর উই আর ওয়ান অ্যান্ড ফ্রি’ কথাটি যোগ করা হয়েছে। গতকাল শুক্রবার থেকে নতুন জাতীয় সংগীত বাজানো শুরু হয়েছে। খবর বিডিনিউজের।
এদিন ক্যানাবেরায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, আমরা এমন একটি ভূখণ্ডে বসবাস করছি যেখানে অনন্তকাল ধরে পৃথিবীর প্রথম জাতিসত্ত্বার মানুষেরা বসবাস করে আসছেন। আমরা একসঙ্গে তিনশর বেশি জাতি ও ভাষাভাষীর মানুষের গল্প আঁকছি। আমাদের জাতীয় সংগীতেও তার প্রতিফলন থাকা উচিত। তাই আমরা কিছু পরিবর্তন এনেছি এবং আজ সেটার ঘোষণা দিয়েছি।
ব্রিটিশ উপনিবেশের প্রায় ৫০ হাজার বছর আগে থেকে অস্ট্রেলিয়ায় আদিবাসীদের বাস। কিন্তু বছরের পর বছর ধরে তাদের কোনো স্বীকৃতি ছিল না। ১৭৮৮ সালের ২৬ জানুয়ারি ব্রিটেন থেকে ‘ফার্স্ট ফ্লিট’ সিডনি বন্দরে ভেড়ে। জাহাজের বেশিরভাগ আরোহী ছিলেন কয়েদি এবং সেনা। ওই দিনটির কথা স্মরণ করে প্রতিবছর ২৬ জানুয়ারি ‘অস্ট্রেলিয়া ডে’ পালন করা হয়। এদিন অস্ট্রেলিয়ায় সরকারি ছুটি থাকে।

পূর্ববর্তী নিবন্ধমানভেদে চালের দাম কমেছে বস্তায় ১০০ থেকে ২০০ টাকা
পরবর্তী নিবন্ধখাল-নালায় বর্জ্য ফেললে সামাজিকভাবে প্রতিরোধ