খাল-নালায় বর্জ্য ফেললে সামাজিকভাবে প্রতিরোধ

বির্জা খালে পরিচ্ছন্নতা অভিযানে সুজন

| শনিবার , ২ জানুয়ারি, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন খাল-নালায় যারা ময়লা আবর্জনা ফেলে তাদের বিরুদ্ধে নগরবাসীকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল শুক্রবার ভোরে নগরীর ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের ওমর আলী মাতব্বর রোডে বির্জা খালের ময়লা-অবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা বলেন। এসময় চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী ও পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা প্রশাসকের সাথে ছিলেন।
সুজন বলেন, খালটি গত ৫/১০ বছরে কখনো পরিষ্কার করেছে বলে মনে হচ্ছে না। এর সীমানা প্রাচীর, দেয়াল ঘেঁষে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। খালের উপরে গড়ে তোলা হয়েছে অস্থায়ী কাঠের ও লোহার সেতু। একদিকে গৃহস্থালী ময়লা আবর্জনা ও বর্জ্য ফেলার কারণে খাল পরিণত হয়েছে মশার প্রজনন ক্ষেত্রে। অপরদিকে খালে অস্থায়ী সেতু নির্মাণের কারণে বর্ষা ও বৃষ্টি হলে খালে পানি চলাচল বাঁধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অথচ নগরবাসীকে বারবার অনুরোধ ও আহ্বান জানিয়েছি খালকে ডাস্টবিন ভাববেন না। তিনি বলেন, আমরা আজ এই বির্জা খাল পরিষ্কার শুরু করলাম। কিন্তু এভাবে ময়লা অবর্জনা ফেললে কর্পোরশেনের পক্ষে বারবার পরিষ্কার করা সম্ভব না। কাজেই যারা খালে ময়লা আবর্জনা ফেলার পাশাপাশি অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন এলাকাবাসী তাদেরকে চিহ্নিত ও প্রতিরোধ করুন। আগামীতে পরিষ্কার করা খালে কেউ ময়লা-আবর্জনা ফেললে তাদের বিরুদ্ধে কর্পোরেশন জেল জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। খাল থেকে সকল অবৈধ স্থাপনা অপসারণ করুন দু’দিনের মধ্যে, না হয় জরিমানাসহ উচ্ছেদ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআদিবাসীদের ইতিহাস তুলে ধরতে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতে পরিবর্তন
পরবর্তী নিবন্ধ৭৮৬