আদালতে ৯ জনের বিরুদ্ধে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

হত্যা করে আত্মহত্যার ঘটনা সাজানো

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:২২ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানাধীন নজুমিয়া সওদাগরের বাড়ি এলাকায় কুলসুমা আক্তার নামের একজনকে হত্যা করে আত্মহত্যার ঘটনা সাজানোর অভিযোগে আদালতে ৯ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গত সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এ মামলা করেন ভিকটিমের মা তাহেরা খাতুন। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
বাদীর আইনজীবী হাবীবুর রহমান আজাদ বিষয়টি নিশ্চিত করে আজাদীকে বলেন, মামলার পাশাপাশি লাশ তুলে পুনঃময়নাতদন্ত করতেও একটি আবেদন আমরা আদালতের কাছে করেছি। আদালত বলেছে, তদন্তে প্রয়োজন হলে তদন্ত কর্মকর্তা লাশ কবর থেকে তুলবেন এবং ময়নাতদন্ত করবেন।
তিনি বলেন, ২০১৭ সালের ২৪ এপ্রিল সাবেক গার্মেন্টসকর্মী ভিকটিম কুলসুমার সাথে ১ নম্বর আসামি জাহিদ হোসেনের বিয়ে হয়। যৌতুকের জন্য আসামিরা তাকে নির্যাতন করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।
আদালত সূত্র জানায়, যে ৯ জনকে আসামি করা হয়েছে তার মধ্যে স্বামী জাহিদ হোসেনের পাশাপাশি তার বাবা, মা, ভাইবোন ও ভগ্নীপতিও রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমগনামায় চেয়ারম্যান প্রার্থীকে অবৈধ নির্বাচনী অফিস ও তোরণ অপসারণের নির্দেশ
পরবর্তী নিবন্ধএবার অক্সিজেন জেনারেটর পাচ্ছে জেনারেল হাসপাতাল