আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেলেন চেয়ারম্যান প্রার্থী

ফটিকছড়ির লেলাং

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৮:৫৫ পূর্বাহ্ণ

ফটিকছড়ির লেলাং ইউপি নির্বাচনে ঋণখেলাপির কারণে বাতিল হওয়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের প্রার্থিতা বহাল করেছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ পেয়ে গত বৃহস্পতিবার প্রার্থীকে আনারস প্রতীক বরাদ্দ দিয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির। গত সোমবার দুপুরে হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ লেলাং ইউপিতে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের প্রার্থিতা বৈধতার এ আদেশ দেন।
জানা গেছে, গত ২১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাচাইকালে রির্টানিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির ঋণখেলাপির কারণে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদের প্রার্থিতা বাতিল করেন। পরে সে জেলা নির্বাচন কর্মকর্তার বরাবর আপিল করলে ২৫ অক্টোবর শুনানীতে সেখানেও তার প্রার্থিতা বাতিল করেন। তখন তিনি হাইকোর্টে রীট পিটিশন দাখিল করলে সোমবার দুপুরে হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখেন। সেই সাথে তাকে প্রতীক বরাদ্ধ দিয়ে নির্বাচনে অংশ নিতে সকল বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের প্রতি আদেশ দেন বলে জানান তার আইনজীবী এডভোকেট ফরহাদ হোসেন কাজল।

পূর্ববর্তী নিবন্ধমাটিরাঙায় চার বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে পর্যটকবাহী গাড়ির ভাড়া বেড়েছে ৬শ টাকা