লোহাগাড়ায় দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন নিহতের ভাই মো. শিপন। গতকাল বৃহস্পতিবার সকালে মামলা দায়েরের পর নিহতের স্বামী সিরাজুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার সিরাজুল ইসলামের বাড়ি পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের বনগ্রাম এলাকায়। তিনি পেশায় একটি ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। নিহত রীনা খাতুনের (৩০) পৈত্রিক বাড়ি পাবনা সদরের হাজিরহাট এলাকায়।
মামলা তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার এসআই রুহুল আমিন জানান, নিহতের ভাই বাদী হয়ে থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন। মামলার পর নিহতের স্বামী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাবার পর নিহতের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
উল্লেখ্য, গত বুধবার সকালে লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রশিদের পাড়ায় এক ভাড়া বাসার রান্নাঘর থেকে রীনা খাতুন নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।