আত্মসমর্পণ করা ইউক্রেনী সেনাদের ভাগ্যে কী আছে

| শুক্রবার , ২০ মে, ২০২২ at ৯:০৩ পূর্বাহ্ণ

রাশিয়ার দাবি, মারিউপোলে গত তিন দিনে ১,৭৩০ ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে। অথচ ইউক্রেন বলছিল সেই সংখ্যা মাত্র আড়াইশ। রাশিয়ার দাবি নিয়ে তারা এখনো মুখ খোলেনি। আত্মসমর্পণ করা সেনাদের প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশার পাশাপাশি প্রতিপক্ষের হাতে ধরা পড়া ওই সেনাদের ভাগ্যে কী ঘটতে চলেছে সেটাও এখনো অজানা। কিয়েভ থেকে অবশ্য বলা হয়েছে, তারা বন্দি বিনিময় করবে। তবে কত সেনা বিনিময় করা হবে সেই সংখ্যা জানাতে তারা রাজি হয়নি। মারিউপোলের ওই সেনারা প্রায় তিন মাস ধরে আজভস্তাইল স্টিলওয়ার্কসে মাটির নিচের বাঙ্কারে লুকিয়ে ছিল। খবর বিডিনিউজের।
এতদিন তারা বারবার আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত কিয়েভ থেকে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। তাদের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দুইটি শহরে নিয়ে যাওয়া হয়েছে। রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা এখন মারিউপোলের নিয়ন্ত্রণ নিয়েছে। তাদের নেতা ডেনিস পুশিলিন বলেন, নগরীর প্রতিরক্ষায় নিয়োজিত ইউক্রেনীয় সেনাদের প্রায় অর্ধেক আজভস্তাইল স্টিলওয়ার্কসে আশ্রয় নিয়ে ছিল। রাশিয়া গত কয়েক সপ্তাহ ধরে সেখানে বোমা হামলা চলালেও মাটির নিচের বাঙ্কার এবং টানেলের কারণে তারা রক্ষা পায়। পুশিলিন বলেন, অর্ধেকের বেশি সেনা এরইমধ্যে চলে গেছে-অর্ধেক সেনা তাদের অস্ত্র নামিয়ে ফেলেছে। তাদের আত্মসমর্পন করতে দিন, তাদের বেঁচে থাকতে দিন। তারা যেসব অপরাধ করেছে সেগুলোর জন্য তাদের সততার সঙ্গে বিচারের মুখোমুখি হতে দিন। আজভস্তাইল থেকে উদ্ধার আহত সেনাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আর যারা সুস্থ আছে তাদের একটি বন্দিশিবিরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের সঙ্গে ভালো আচরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সংকটের কারণ হতে পারে
পরবর্তী নিবন্ধমানিক বন্দ্যোপাধ্যায়ের ছেলেমানুষী ও আমার চলচ্চিত্র-অভিজ্ঞতা