ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সংকটের কারণ হতে পারে

| শুক্রবার , ২০ মে, ২০২২ at ৯:০৩ পূর্বাহ্ণ

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আসছে মাসগুলোতে বিশ্বব্যাপী খাদ্য সংকটের কারণ হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই যুদ্ধের কারণে মূল্য বাড়তে থাকায় দরিদ্র দেশগুলোর খাদ্য নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়েছে, ইউক্রেনের রপ্তানি যুদ্ধপূর্ব স্তরে ফেরানো না গেলে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে আর তা কয়েক বছর স্থায়ী হতে পারে। যুদ্ধের কারণে ইউক্রেনের বন্দরগুলো দিয়ে রপ্তানি বন্ধ হয়ে গেছে। যুদ্ধের আগে এসব বন্দর হয়ে বিপুল পরিমাণ সূর্যমুখী তেল, গম ও ভূট্টা রপ্তানি হতো। খবর বিডিনিউজের।
এই সংঘাতের কারণে বিশ্বব্যাপী সরবরাহ হ্রাস পেয়েছে এবং বিকল্প পণ্যগুলোর দাম বেড়ে গেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী খাদ্য মূল্য গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বুধবার নিউ ইয়র্কে খাদ্য নিরাপত্তা নিয়ে জাতিসংঘের এক বৈঠকে গুতেরেস বলেন, এই সংঘাত কোটি কোটি মানুষকে খাদ্য নিরাপত্তাহীনতার দিকে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে যা অপুষ্টি, অনাহার ও দুর্ভিক্ষের কারণ হতে পারে। এখন আমাদের বিশ্বে পর্যাপ্ত খাবার আছে যদি আমরা একসঙ্গে কাজ করি। কিন্তু আজ আমরা এই সমস্যার সমাধান করতে না পারলে আসছে মাসগুলোতে আমাদের বিশ্বব্যাপী খাদ্য ঘাটতির দুর্ভাগ্যের মুখোমুখি হতে হবে। তিনি সতর্ক করে বলেন, ইউক্রেনে উৎপাদিত খাদ্যের পাশাপাশি রাশিয়া ও বেলারুশের সারের উৎপাদনকে বিশ্ব বাজারের সঙ্গে পুনঃসংযুক্ত করা না গেলে এই খাদ্য সংকটের কার্যকর কোনো সমাধান হবে না।
খাদ্য রপ্তানি ফের স্বাভাবিক পর্যায়ে আনার চেষ্টায় রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইইউয়ের সঙ্গে ‘নিবিড় যোগাযোগ’ রক্ষা করে চলছেন বলে গুতেরেস জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধটেলিভিশনে নারী উপস্থাপকদের মুখ ঢাকার নির্দেশ তালেবানের
পরবর্তী নিবন্ধআত্মসমর্পণ করা ইউক্রেনী সেনাদের ভাগ্যে কী আছে