Home খেলা আত্মবিশ্বাস আর সাহসেই সাফল্য

আত্মবিশ্বাস আর সাহসেই সাফল্য

0
আত্মবিশ্বাস আর সাহসেই সাফল্য

এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পেয়েছে প্রথম পদক। যাদের মাধ্যমে এই পদক লাভ সেই তিন আর্চার নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও বিউটি রায় এখন ভাসছেন দারুণ উচ্ছ্বাসে। তারা জানালেন আত্মবিশ্বাস, সাহস আর পরিশ্রমের ফলেই এসেছে এই অর্জন। আর্মি স্টেডিয়ামে গতকাল বুধবার রিকার্ভ মহিলা দলগত ইভেন্টের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে ভিয়েতনামকে ৫-৩ ব্যবধানে হারায় বাংলাদেশ।
পদক জিতে তারা জানান, আমাদের তিন জনের আত্মবিশ্বাস ছিল যে আমরা পারব। আমরা অনেক খুশি, এশিয়ান চ্যাম্পিয়নশিপের মত আসরে এই প্রথম কোনো পদক জিতলাম এবং বাংলাদেশকে প্রথম পদক এনে দিতে পারলাম। নাসরিনের কণ্ঠে পরিশ্রমের ফল পাওয়ার তৃপ্তি। তিনি বলেন, আমরা এক বছর টানা অনুশীলন করেছি, কোনো ছুটিতে ছিলাম না। শুধু ম্যাচ আর অনুশীলনে নজর দেওয়ায় এখানে তিন জনই ভালো করতে পেরেছি। দেশকে প্রথম পদক এনে দিতে পেরেছি। একই দিনে রিকার্ভ পুরুষ দলগত বিভাগেও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা ও রোমান সানায় গড়া দল ৬-২ সেট পয়েন্টে জিতে কাজাখস্তানের বিপক্ষে।