আট মাস পর এলএনজির খোলা বাজারে বাংলাদেশ

| বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের কারণে মাঝে আট মাস কেনা থেকে বিরত থাকার পর আবার খোলা বাজার থেকে এলএনজি কিনতে যাচ্ছে সরকার। গতকাল বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি বিভাগের এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যোগাযোগ করা হলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, বৈঠকে খোলা বাজার থেকে এলএনজি কেনা সংক্রান্ত একটি প্রস্তাব ‘পাস হয়েছে’। এ প্রস্তাবের বিষয়ে আরও তথ্য জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু কাগজপত্র আমার সামনে নেই, তাই এর চেয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না।’ খবর বিডিনিউজের।

সচরাচর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী কিংবা মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব এর বিষয়বস্তু সম্পর্কে ব্রিফিং করেন। তবে এদিনের বৈঠক সম্পর্কে আগে কিছু্‌ই জানানো হয়নি, ব্রিফিং বা সংবাদ সম্মেলনও হয়নি বৈঠকের পর।

ক্রয় সংক্রান্ত বৈঠকের এলএনজি কেনার প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে পেট্রোবাংলার এক কর্মকর্তা জানান, ফরাসি কোম্পানি টোটালএনার্জিস এর কাছ থেকে এক কার্গো (৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ) এলএনজি কেনা হচ্ছে, যা ফেব্রুয়ারির শেষ নাগাদ দেশে পৌঁছাবে। এ কেনাকাটায় প্রতি ইউনিট এলএনজির দাম পড়বে ২০ ডলারের কাছাকাছি। এর আগে সিঙ্গাপুরের ভিটল এনার্জির কাছ থেকে ২০২২ সালের মে মাসের শেষ দিকে সবশেষ এক কার্গো এলএনজি কিনেছিল সরকার, যেখানে প্রতি ইউনিটের দাম পড়েছে ২৫ দশমিক ৭৫ ডলার করে। দেশে নতুন শিল্প কারখানা বাড়তে থাকায় গ্যাসের চাহিদা মেটাতে ২০২২ সালের প্রথম ছয় মাসে নয় কার্গো (প্রতি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ) এলএনজি আমদানি করেছিল সরকার। পরে একদিকে ডলার সংকট, অন্যদিকে এলএনজির মূল্য বেড়ে যাওয়ার কারণে একপর্যায়ে আমদানি বন্ধ করে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতি নির্বাচন করতে ঢাকায় ‘ভোটপ্রেমী’ জগদীশ বড়ুয়া
পরবর্তী নিবন্ধ৫০ হাজার বছর পর পৃথিবীর কাছে আসছে সবুজ ধূমকেতু