আটকে পড়া প্রবাসীদের জন্য আজ থেকে বিশেষ ফ্লাইট

চট্টগ্রামের যাত্রীদের কানেকটিং ফ্লাইটে ঢাকায় আনা যাবে

| শনিবার , ১৭ এপ্রিল, ২০২১ at ৩:২৭ পূর্বাহ্ণ

লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মী এবং অন্য যাদের জরুরি প্রয়োজনে বিমান ভ্রমণ করতে হবে, তাদের জন্য বিশেষ ফ্লাইট চালু করা হচ্ছে। তবে এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে গমনেচ্ছু যেসব কর্মী আটকা পড়েছেন তাদের জন্য আজ শনিবার থেকে বিশেষ ফ্লাইট চালু করা হবে। এই পাঁচটি দেশ ছাড়া অন্যান্য দেশে যারা জরুরি প্রয়োজনে যেতে চান তারাও বিশেষ ফ্লাইটে যেতে পারবেন বলে সরকার জানিয়েছে। খবর বিবিসি বাংলার।
পাঁচটি দেশ ছাড়া অন্য দেশে যেভাবে যাওয়া যাবে লকডাউন চলাকালে উল্লিখিত ৫টি দেশ ব্যতীত অন্যান্য দেশে যারা জরুরি প্রয়োজনে যেতে ইচ্ছুক, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র সাপেক্ষে ট্রানজিট-প্যাসেঞ্জার হিসেবে বিশেষ ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ কেউ যদি যুক্তরাজ্যে যেতে চান তাহলে তাকে এই পাঁচটি দেশের একটিতে ট্রানজিট নিয়ে যেতে হবে।
বিশেষ ফ্লাইটে যেসব শর্ত মানতে হবে
১. সরকার বলছে, এই ৫টি দেশে গমনেচ্ছু প্রবাসী বাংলাদেশি কর্মীদের মধ্যে যাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইস্যু করা বিএমইটি ক্লিয়ারেন্স রয়েছে, তাদেরকে বিদেশ গমনে অগ্রাধিকার দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধ১৪৪ ঘণ্টার দীর্ঘ রজনী
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে মারা গেছে ৮ জন