আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদানের চেক প্রদান

ড. আসমা সিরাজ উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট

| বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

চবির সাবেক উপাচার্য জাতীয় অধ্যাপক ড. আলমগীর সিরাজ উদ্দিনের চানঁদগাওস্থ বাস ভবনে মরহুম প্রফেসর ড. আসমা সিরাজ উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে জাতীয় অধ্যাপক ড. আলমগীর সিরাজ উদ্দিন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামকে অনুদানের চেক হস্থান্তর করেন। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. উমর সিরাজ উদ্দিন, আঞ্জুমানের সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, নির্বাহী সদস্য মো. ওসমান গনি, সহকারী পরিচালক মো. সেলিম নাসের, হিসাব র্কমর্কতা মো. আব্দুল কাইয়ূম ও ইঞ্জিনিয়ার মো. আবিদুর রহমান সোহেল। মরহুম প্রফেসর ড. আসমা সিরাজ উদ্দিন জাতীয় অধ্যাপক ড. আলমগীর সিরাজ উদ্দিনের সহধর্মিনী । মরহুম প্রফেসর ড. আসমা সিরাজ উদ্দিন আঞ্জুমান মুফিদুল ইসলামের মানব হিতৈষী র্কমকান্ডে অনুপ্রাণিত হতেন। তাদের সন্তান ড. উমর সিরাজ উদ্দিন বিশ্বব্যাংকে কর্মরত আছেন। তিনি মায়ের স্মৃতির রক্ষার্থে উক্ত অনুদানের চেক প্রদান করেন। জাতীয় অধ্যাপক ড. আলমগীর সিরাজ উদ্দিন আঞ্জুমান মুফিদুল ইসলামের মানব হিতৈষী র্কমকান্ডে এগিয়ে আসার জন্য দেশে ও বিদেশে অবস্থানরত তারঁ প্রাক্তন ছাত্রছাত্রীদের আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শিশু একাডেমিতে শিশুর বিকাশ সম্পর্কিত প্রশিক্ষণ কার্যক্রম
পরবর্তী নিবন্ধগোলযোগের মধ্যেই তারেক জোবায়দার মামলায় আরেকজনের সাক্ষ্যগ্রহণ