আজ সাফ জয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

| বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

উনিশ বছর পর মেয়েদের হাত ধরে ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব আসে বাংলাদেশে। ছাদখোলা বাসে বর্ণাঢ্য সংবর্ধনা দেয় দেশের সাধারণ মানুষ। রাষ্ট্রীয় কাজে তখন দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই মেয়েদের সংবর্ধনা দিতে পারেননি। আজ বুধবার মেয়েদের সংবর্ধনা দিবেন প্রধানমন্ত্রী। খবর বাংলানিউজের।

আজ সকাল ১০টায় নিজ কার্যালয়ে সাফজয়ী ২৩ ফুটবলারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সময় কাটাবেন তাদের সঙ্গে। এছাড়া ফুটবলারসহ টিম ম্যানেজমেন্টের সঙ্গেও দেখা করবেন তিনি। গত ৩ নভেম্বর সংবর্ধনার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। সংর্বধনা অনুষ্ঠানে নারী ফুটবল দলের খেলোয়াড়দের কোনো পুরস্কার দেওয়া হবে কিনা? এমন প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক বলেন, আমরা এখনও কিছুই জানি না। তবে সেখানে যাওয়ার পর জানতে পারবো।

এর আগে বয়সভিত্তিক নারী সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুনামেন্টে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল। সে সময় সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলের সব খেলোয়াড়দের সংবর্ধনার দিয়েছিল প্রধানমন্ত্রী। পরে নারী ফুটবল দলের প্রত্যেক সদস্য ও কর্মকর্তার হাতে ১ লাখ টাকা ও কিছু উপহার তুলে দেন প্রধানমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধসিএমপিতে যোগ দিচ্ছেন ৬ উপপুলিশ কমিশনার
পরবর্তী নিবন্ধনদীর জমি বিক্রি বা লিজ দেয়া যাবে না