আজ মাঠে নামবেন ১৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়বে কড়াকড়ি

জানালেন জেলা প্রশাসক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ৭:১১ পূর্বাহ্ণ

মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি না মানার মধ্য দিয়ে কেটেছে লকডাউনের প্রথমদিন গতকাল সোমবার। বিষয়টি বিবেচনায় নিয়ে আজ মঙ্গলবার ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মাঠে নামানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। আজাদীকে তিনি বলেন, প্রথমদিনে লকডাউন অমান্য করার কিছু দৃশ্য চোখে পড়েছে। মাস্ক ছাড়াই অনেকে রাস্তায় বেরিয়েছেন। তাই মঙ্গলবার লকডাউনের দ্বিতীয় দিন কড়াকড়ি করা হবে। নগরজুড়ে নামানো হবে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। লকডাউন ঘোষণা করা হয়েছে সকলের ভালোর জন্য। বিষয়টি বুঝতে হবে। প্রশাসনকে সকলের সহযোগিতা করতে হবে, আইন মেনে চলতে হবে। প্রয়োজনের বাইরে ঘর থেকে বের হওয়া যাবে না। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। যোগ করেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। তিনি বলেন, লকডাউনের আগ থেকেই আমরা প্রচারণা চালিয়ে আসছি। এটি চলমান থাকবে। সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। খুব দ্রুত করোনা সংক্রমণ কমে আসবে। তিনি বলেন, জীবন-জীবিকার বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। করোনা ভাইরাসকেও দূর করতে হবে। সব দিক বিবেচনায় নিতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।
শিল্পকারখানা ও সীমিত আকারে অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধ রাখার বিষয়টি অনেকে মানতে পারছে না। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, সীমিত আকারে যেসব প্রতিষ্ঠান কার্যক্রম চালাবেন অবশ্যই নিজস্ব পরিবহন সুবিধা রাখবেন। এ বিষয়ে সরকার ঘোষিত প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা রয়েছে। দোকান খোলা রাখার দাবিতে নগরীর নিউমার্কেট এলাকায় বিক্ষোভ হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কি চিন্তা জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ওরা দাবি জানিয়েছে। বিষয়টি সরকার পুনর্বিবেচনা করবে।

পূর্ববর্তী নিবন্ধচসিক আইসোলেশন সেন্টারে কার্যক্রম শুরু আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামবাসীর জন্য এক বিরাট অর্জন