গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয়েছিল বিপিএলের চট্টগ্রাম পর্বের। মাঝখানে দুই দিন বিরতি দিয়ে এরই মধ্যে শেষ হয়েছে ৫ দিনে দশটি ম্যাচ। আর বাকি আছে দুটি ম্যাচ। আজ শেষ হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স।
আর দিনের শেষ ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডমিনেটরস এবং বরিশাল। আর এই ম্যাচ দিয়ে শেষ হবে বিপিএলের এবারের চট্টগ্রাম পর্ব। নিজেদের মাঠে চারটি ম্যাচের সবকটি জয়ের লক্ষ্য নিয়ে চট্টগ্রাম এসেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সে লক্ষ্য পূরণ হয়নি। এরই মধ্যে দুটি ম্যাচে হেরেছে চট্টগ্রাম। নিজেদের মাঠের সুবিধাটা নিতে পারেনি স্বাগতিকরা পুরোপুরি।
তাই আজ জয় দিয়ে নিজেদের মাাঠের পর্ব শেষ করতে চাইবে চট্টগ্রাম সেটা বলাই যায়। আজকের ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। তামিম ইকবালের দলের বিপক্ষে অবশ্য প্রথম দেখাতে জয় পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাই এই ম্যাচেও জয় তুলে নিতে চাইবে স্বাগতিকরা।