রেলওয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

| শুক্রবার , ২০ জানুয়ারি, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেলওয়ের ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে সম্পন্ন হয়েছে। গতকাল সমাপনী দিনে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন রেল মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ও বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক মো. কামরুল হাসান। এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পাকশী দল। তারা ৬টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক লাভ করে।

রানার্স আপ হয় আগেরবারের চ্যাম্পিয়ন লালমনিরহাট দল। তারা ৪টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক লাভ করে। এবারের প্রতিযোগিতায় দ্রুততম মানব হন পাহাড়তলী দলের ওমর ফারুক।

পূর্ববর্তী নিবন্ধচবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধআজ পর্দা নামছে বিপিএল চট্টগ্রাম পর্বের