আজ থেকে করোনা টিকার ৪র্থ ডোজ

পাবেন ষাটোর্ধ্ব ও সম্মুখ যোদ্ধারা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

সারাদেশের পাশাপাশি চট্টগ্রামেও করোনার টিকার ৪র্থ ডোজ টিকা প্রয়োগ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। মহানগরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালসহ ১১টি স্থায়ী কেন্দ্রে এ টিকা দেয়া হবে। আর উপজেলা পর্যায়ে স্থায়ী কেন্দ্র হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার ৪র্থ ডোজ নেয়া যাবে।

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী মহানগরে ৪র্থ ডোজ প্রয়োগ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় চসিক জেনারেল হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলেও জানান চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, টিকার ৪র্থ ডোজ শুরু হলেও সবাই এর আওতায় আসবেন না। শুরুতে ষাটোর্ধ্ব নারী-পুরুষ, গর্ভবতী নারী, নবজাতকের মা এবং সম্মুখ সারির যোদ্ধারা টিকার ৪র্থ ডোজ পাবেন।

এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী আজাদীকে বলেন, শুরুতে সবাইকে ৪র্থ ডোজ দেয়া হবে না। সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের এ টিকা দেয়া হবে। এছাড়া গর্ভবতী নারী ও স্তনদানকারী মায়েরা অগ্রাধিকার পাবেন। ৪র্থ ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হবে। তবে যারা আগে অ্যাস্ট্রেজেনেকার টিকা নিয়েছেন, তারা চাইলে অ্যাস্ট্রেজেনেকার টিকাও নিতে পারবেন বলে জানান সিভিল সার্জন।

বুস্টার (৩য়) ডোজ গ্রহণের পর চারমাস গত হলে টিকার ৪র্থ ডোজ নেয়া যাবে। আর কেন্দ্রে আসার সময় টিকা কার্ডটি সঙ্গে আনতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে শিক্ষার্থীসহ ৮ জনকে অপহরণ করল রোহিঙ্গা সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধপাঠককে ভেতরে রেখেই ফটকে তালা, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার