আজ খুলনা ও সিলেটে শুরু হচ্ছে আন্তর্জাতিক ছবি প্রদর্শনী

| শুক্রবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:১৫ পূর্বাহ্ণ

আলোকচিত্রের মাধ্যমে সুফিজমকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে খুলনায় শুরু হচ্ছে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক ছবি প্রদর্শনী। আজ শুক্রবার বিকেল ৩টা থেকে খুলনা জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র উদ্যোগে এবং ইমেজ ঘর ফটোগ্রাফিক সোসাইটি ও খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সহযোগিতায় আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী।

প্রদর্শনী চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। আগামী ১৩ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানের দিন প্রদর্শনী পরিদর্শন করবেন প্রদর্শনীর প্রধান পৃষ্ঠপোষক গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন ও ডিআইআরআই’র ট্রাস্টি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.) এবং ট্রাস্টি ও গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীসহ অতিথিরা।

এছাড়া আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র উদ্যোগে এবং সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সহযোগিতায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হবে ৩ দিনব্যাপী ছবি প্রদর্শনী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্‌-হাসানীর খোশরোজ শরীফ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ