আনোয়ারায় সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:১৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও মাঠের সীমানা প্রাচীর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

গতকাল বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনন্দ মোহন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, সাংবাদিক খালেদ

মনছুর, ইউপি সদস্য মো. জিয়া উদ্দিন, ইউপি সদস্য ধনঞ্জয় বিশ্বাস ভোলা। সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রকৃত রঞ্জন দত্ত, সহকারী শিক্ষক ছেনোয়ারা বেগম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র চৌধুরী।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক সৃজন কান্তি পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) ফারুক চৌধুরী, রবিউল হোসেন, কাঞ্চন চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বিশ্বজিৎ বিকাশ দাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লক্ষীন্দ্র মল্লিক, মুন্নী দাশ প্রমুখ।

প্রধান অতিথি চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, শিক্ষার্থীদের বইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধআজ খুলনা ও সিলেটে শুরু হচ্ছে আন্তর্জাতিক ছবি প্রদর্শনী
পরবর্তী নিবন্ধফুটপাত দখল, ৭ ব্যবসায়ীকে জরিমানা