শুভ হউক জন্মদিন
দৈনিক আজাদীর
তেষট্টিতে পা রেখেছে
রেকর্ড কিংবদন্তির।
চট্টলা আর আজাদী
একই সুতোয় গাঁথা
সুখে দুঃখে আজাদীই
বলছে সবার কথা।
দেশ বিভাগ আর স্বাধীনতা
দেখছে আজাদী
স্বাধীন দেশের সাহসী কথা
লিখছে নিরবধি।
জাতি ধর্ম নির্বিশেষে
সবার কাছে প্রিয়
থাকবে যতদিন বাংলাদেশ
তুমিও থাকিও।