আগ্রাবাদ বিদ্যুৎ ভবন থেকে ৬ চাঁদাবাজ গ্রেপ্তার

যুবলীগের নাম ভাঙিয়ে ঠিকাদারের কাছে চাঁদা দাবি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ৫:১৬ পূর্বাহ্ণ

বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কাজের টেন্ডারে অংশ নেয়া ঠিকাদারদের হুমকি ও যুবলীগ নেতার পরিচয়ে চাঁদাবাজির সময় আগ্রাবাদ বিদ্যুৎ ভবন থেকে ৬ চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাদের আটক করে ডবলমুরিং থানার একটি টিম। পরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে এবং ওই মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি মো মহসীন। গ্রেপ্তারকৃতরা হলো- শাহানুর শাহিন(৫৩), মো. ইকবাল (৪৭), নুরুল কবির(৪৫), তৌহিদুল আলম(৪০), ওসমান গনি দুলু (৪৫) ও নুরুল আফছার টিপু(৪৫)।
পিডিবি দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার দেওয়ান সামিনা বানু দৈনিক আজাদীকে বলেন, পিডিবির কিছু সিভিল ওয়ার্কের টেন্ডার উন্মুক্ত করার কথা ছিল। টেন্ডারে অংশ নেওয়ায় এক ঠিকাদারের কাছ থেকে কিছু যুবক চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি আমরা জানার পর পুলিশের সহযোগিতা চাই। সোমবার দুপুরে ডবলমুরিং থানার পুলিশ সদস্যরা এসে ৬জনকে থানায় নিয়ে গেছে।
ডবলমুরিং থানার ওসি মো. মহসীন বলেন, বিদ্যুৎ ভবনে টেন্ডারে অংশ না নেওয়ার জন্য বশির উদ্দিন নামের এক ঠিকাদারকে গ্রেপ্তারকৃতরা আগে থেকে হুমকি দিয়ে আসছিল। এর আগে ওই ঠিকাদারকে মারধরও করেছিল। সোমবার ওই ঠিকাদারের কাছ থেকে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদার টাকা নেওয়ার জন্য সোমবার দুপুরে তারা আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে গিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা ৬ চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলাও হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় আ. লীগ নেতা ও ইউপি মেম্বার পরিবারের সংঘর্ষ
পরবর্তী নিবন্ধপরিস্থিতি স্বাভাবিক, কাজে যোগ দিচ্ছেন শ্রমিকেরা