আগুনে পুড়ল ২১ বসতঘর ও তিন দোকান

বাঁশখালী-মহেশখালী

বাঁশখালী ও মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার সকালে ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ির রোয়াইপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন পুড়ে যাওয়া ঘরের বাসিন্দারা। অন্যদিকে মহেশখালীতে বাজারে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার মধ্যরাতে উপজেলার শাপলাপুর ইউনিয়নের মুকবেকী গ্রামের বুধারপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাঁশখালী প্রতিনিধি জানান, প্রাথমিকভাবে স্থানীয়রা ২১ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানালেও স্থানীয় সমাজসেবক আবু নোমান চৌধুরী জানান এখানে ৩১ পরিবারের সদস্য বসবাস করে। বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে থেকে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দীন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক খাদ্য ও শীতবস্ত্রসহ ঘটনাস্থলে যাচ্ছি। মহেশখালী প্রতিনিধি জানান, মুকবেকীর বুধারপাড়া বাজারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে বাজারের ব্যবসায়ী নাজেম উদ্দিন, বুধা মিয়া ও শাহাব উদ্দিনের ফার্মেসি, চায়ের দোকান এবং শবজি ও শুটকি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাপলাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন মাহামুদ। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ১৫ হাজার টাকা বিতরণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ.) বার্ষিক ওরশ সম্পন্ন
পরবর্তী নিবন্ধদশ প্রতিষ্ঠানকে পরিবেশের ১৩ লাখ টাকা জরিমানা