আগুনে পুড়ল বাড়িঘর স’ মিল গ্যারেজ

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর, ২০২০ at ৬:৪৯ পূর্বাহ্ণ

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে বাড়িঘর, স’মিল ও অটোরিকশা গ্যারেজ পুড়ে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নের জালিয়াখালী নতুন বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগুনে আজুরুপ মিয়ার ৪ ছেলের বাড়িঘর, আবদুল কাদের ২ ছেলের বাড়িঘর ও শফিউল আলম তালুকদারের স’মিল, লাকড়ির মিল ও অটোরিকশা গ্যারেজ পুড়ে যায়। এ সময় প্রায় ৮ টন ধান, জেনারেটর, অটোরিকশাা, মোটর সাইকেলসহ মালামাল পুড়ে যায়।
শফিউল আলম তালুকদারের ছেলে এনামুল হক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ায় দীর্ঘক্ষণ আগুন নেভাতে সাহস পাননি স্থানীয়রা। ফলে সব পুড়ে যায়।
শীলকূপের ইউপি সদস্য ছিদ্দিক আকবর চৌধুরী বাহাদুর বলেন, ক্ষতিগ্রস্তদের মাঝে প্রাথমিকভাবে চাল, ডাল, হাড়ি-পাতিল ও কাপড় বিতরণ করা হয়েছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার লিটন বৈষ্ণব বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট অফিসার্স অ্যাসো’র সাধারণ সভা
পরবর্তী নিবন্ধআহমদ ছাফা মাদরাসার দ্বিতীয় তলার কাজ উদ্বোধন