আগামী নির্বাচনে চট্টগ্রাম সিটিতে ৪ আসনে প্রার্থী দিবে জাপা

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সোলায়মান শেঠ

| শুক্রবার , ১৩ মে, ২০২২ at ৬:২৫ পূর্বাহ্ণ

জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর ও অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২২ জাতীয় পার্টি চকবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৪টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি মো. সোলায়মান আলম শেঠ।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো. এয়াকুব হোসেনের সঞ্চালনায় পুনর্মিলনী সভায় সভাপতির বক্তব্যে সোলায়মান আলম শেঠ বলেন, জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা নির্বাচনমুখী দল। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে এবং আমরা চট্টগ্রাম সিটিতে ৪টি আসনে প্রার্থী দেবো। যা ইতোমধ্যে আমরা চূড়ান্ত করেছি। চলতি মাসেই বর্ধিত সভার মাধ্যমে তা ঘোষণা করা হবে। ঋণের ভার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা। সরকার মাথাপিছু আয় বৃদ্ধির কথা বলে। অথচ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সেদিকেও দৃষ্টি দিতে হবে। সরকার মানুষের উপর ট্যাক্স চাপিয়ে দিয়ে অন্য উৎপাদনশীল খাতে ঋণের টাকা খরচ করছেন। পার্শ্ববর্তী দেশ শ্রীলংকার উদাহরণ টেনে এখন থেকেই সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। নয়তো দেশের অর্থনৈতিক বিপর্যয়ের আশংকা হতে পারে।

এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি আবু জাফর মাহমুদ কামাল, সহ-সভাপতি আবদুল্লাহ মিয়া, মোহাম্মদ আলী, ছগির আহমদ সোহেল, যুগ্ম সম্পাদক আবু তাহের, আলী ইমরান, ইরশাদুল হক সিদ্দিকী, নজরুল ইসলাম, রাশেদুল হক খোকন, ছবির আহমদ, শফিউল আজম লিটন, ফজলে হাসান শাহীন, এড. মো. সেলিম, ডা. মোস্তাফিজুর রহমান, নগর মহিলা পার্টি সভাপতি সুলতানা রহমান, সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা, যুগ্ম সম্পাদক তাজলিনা আক্তার মনি, পারুল আক্তার, নগর যুব সংহতি নেতা কায়সার হামিদ মুন্না, আবদুস শুক্কুর, নগর ছাত্র সমাজ সদস্য সচিব আবু হানিফ নোমান, যুগ্ম আহ্বায়ক আরাফাতুর রহমান কচি, আবু হাসান, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর সেলিম, আলী হোসেন মোহব্বত, নাছির উদ্দিন পাঞ্জাব, জাবেদ নিজামী, নাছির খান, হাসান আলী, আশিকুর রহমান, জানে আলম, কাজল চৌধুরী, এইচ.এম সম্রাট, আবদুল হামিদ, নুরুল হুদা জুজু, আবদুর রব, মো. ইব্রাহিম, হাফিজুর রহমান মিন্টু, জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি-ঢাকা’র সংবর্ধনা ও মোড়ক উন্মোচন আজ
পরবর্তী নিবন্ধসেবার মানসিকতা ও আন্তরিকতা নিয়ে নার্সদের দায়িত্ব পালন করতে হবে