আওয়ামী লীগ থেকে কাদের মির্জার পদত্যাগের ঘোষণা

| বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৪:৩০ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাছাড়া তিনি আর জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন না বলেও ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার ফেসবুকে নিজের আইডি থেকে তিনি এ ঘোষণা দেন। খবর বিডিনিউজের।
ফেসবুকে তিনি এক পোস্টে বলেন, আমি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে কোনো জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করব না। ভবিষ্যতে আমি কোনো দলীয় পদ-পদবির দায়িত্ব নেব না। এর কিছুক্ষণ আগে তিনি ফেসবুকে লাইভে এসে বলেন, আমি সব অনিয়মকারীর বিরুদ্ধে কথা বলে এখন সবার কাছে খারাপ হয়ে গেছি। যে দলে সম্মান নাই সেখানে আমি থাকব না। আমি বঙ্গবন্ধুর শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হয়েছি। সেখানে থেকেই কাজ করব। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, আপনি একসঙ্গে না পারলেও আস্তে আস্তে দলের দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরুন। যারা বেশি অনিয়মকারী তাদের দল থেকে বের করে দিন।

পূর্ববর্তী নিবন্ধআট মাসে দেড় লক্ষাধিক বিদেশগামীর নমুনা পরীক্ষা
পরবর্তী নিবন্ধবাঘাইছড়িতে দেহরক্ষীর গুলিতে জেএসএস কমান্ডার খুন