আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম উপ-কমিটির সভা

| রবিবার , ৮ মে, ২০২২ at ১১:৪৫ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে মতবিনিময় সভা গত ২৭ এপ্রিল একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। এ উপলক্ষ্যে শ্রম উপ-কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিকের সভাপতিত্বে এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চোধুরী রোটনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপ-কমিটির সদস্য হাফেজ কে এম শহীদুল কাওসার।

সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণেই করোনা মহামারীতেও অর্থনৈতিক গতিশীলতায় কোনো ব্যাঘাত ঘটেনি। সারা বিশ্বে শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশেষভাবে প্রশংসিত। তিনি সকল ধরনের ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

সভায় আরো বক্তব্য দেন, শ্রমিক নেতা আব্দুস সালাম খান, শামসুন্নাহার এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, শ্রম উপ-কমিটির সদস্য ডা. রউফ শিকাদার, কবির হোসেন ভূঁইয়া, মেজর (অব.) আতমা হালিম, মামুন মজুমদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে আনন্দ নেই
পরবর্তী নিবন্ধহাটহাজারীর চিকনদন্ডীতে সড়ক উদ্বোধন