দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে আনন্দ নেই

ঈদের শুভেচ্ছা বিনিময়কালে বক্কর

| রবিবার , ৮ মে, ২০২২ at ১১:৪৪ পূর্বাহ্ণ

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেকারত্বের হার বেড়ে অর্থনৈতিক খারাপ অবস্থায় মানুষের মধ্যে ঈদ আনন্দ নেই বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। তিনি বলেন, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যেভাবে অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, সাধারণ মানুষ কর্মচ্যুত হচ্ছে, সেখানে আনন্দের সঙ্গে ঈদুল ফিতর পালন করা সম্ভব হচ্ছে না। মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই। তিনি গত ৪ মে দলের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে তাঁর পক্ষ থেকে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ঈদের শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। শুরুতেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা এহসানুল হক। এতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন সহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মহিলা দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ৫ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম উপ-কমিটির সভা