‘আইয়ুব বাচ্চু রয়েছেন আমাদের প্রাণের গহীনে’

চাটগাঁইয়্যা নওজোয়ানের স্মরণসভা

| সোমবার , ১৯ অক্টোবর, ২০২০ at ৫:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক অঙ্গনকে যে বা যারা সারাদেশের কাছে উঁচু করে তুলে ধরেছেন তাদের মধ্যে অন্যতম হলেন সঙ্গীত শিল্পী মরহুম আইয়ুব বাচ্চু। তিনি শুধু যুব সমাজ নয়, বিভিন্ন বয়সী মানুষদের নিজ প্রতিভা দিয়ে মুগ্ধ করে গেছেন। গতকাল রোববার বিকেলে চেরাগী পাহাড়স্থ কদম মোবারক স্কুল প্রাঙ্গণে সেলিম আকতার পিয়ালের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে উপরোক্ত কথাগুলো বলেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, জ্যাকব ডায়াস, মোহাম্মদ আলী, ইকবাল হায়দার, দ্বিপেন চৌধুরী, ইমরান ফারুকী, শিমুল শীল, শামসুল হায়দার তুষার, জসীম উদ্দিন মিথুন, আবুল কালাম, জাফর ইকবাল, ইলিয়াস ইলু, মনজুরুল আলম, আনোয়ার হোসেন রাজিন, সাফাত ইব্রাহিম, রায়হান সুলতানা নিহা, সীমা সেন, আবছার উদ্দিন অলি, ওমর আলী রনি। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ইলিয়াস ইলু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৬.০৬ কোটি টাকা