আইসিএমএবি’র চট্টগ্রাম শাখার সভা

| মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৯:১৩ পূর্বাহ্ণ

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের সভা গত ২৬ ডিসেম্বর সিএমএ ভবন আগ্রাবাদে ‘আইএএস-১২ এবং আইটিও-১৯৮৪ অনুসারে আয়কর বিবরণী পেশ এবং প্রতিপালন’ শীর্ষক সিপিডি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আরিফ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ডিজি (যুগ্ম সচিব) মোহাম্মাদ ইয়াসিন। সেশন চেয়ারম্যান ছিলেন পিএইচপি পরিবারের অর্থ ও হিসাব বিভাগের নির্বাহী পরিচালক সোভিত বিকাশ বড়ুয়া। যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইডাস সেফটি এর অর্থ ও হিসাব এর প্রধান আবু নাসের মো. হেলাল এবং জিপিএইচ ইস্পাত লি. এর উর্ধ্বতন ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম। উভয়ে পর্যায়ক্রমে তথ্যসমৃদ্ধ, সর্বশেষ হালনাগাদকৃত আইন এবং বিশ্লেষণাত্মক প্রবন্ধ উপস্থাপন করেন। তারা পেশাদার হিসাববিদদের বিভিন্ন ক্ষেত্রে কাজের পরিধির বিষয়ে আলোকপাত করেন। প্রধান অতিথি বলেন, সরকার ইতোমধ্যে সকল শেণির ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ বান্ধব করব্যবস্থা প্রণয়ণ করেছে। তিনি আশা প্রকাশ করেন , সিএমএ পেশাজীবীগণ সরকারের এসডিজি অর্জন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেশন চেয়ারম্যান সোভিত বিকাশ বড়ুয়া প্রশ্নোত্তর পর্বটি পরিচালনা করেন। তিনি সিবিসিকে এমন সময়োপযোগী অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এই ধরণের অনুষ্ঠান আয়োজনের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের সচিব আসাদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল রেলওয়ে শ্রমিক লীগ পাহাড়তলী কারখানা শাখা
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির ইংরেজি বিভাগে তথ্যচিত্রের প্রদর্শনী