আইপিএল শেষ বলে পঞ্চম ট্রফি জয় ধোনির চেন্নাইয়ের

| মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

ইনিংসের বিরতিতে দেখে মনে হয়েছিল, গুজরাত টাইটান্সের পর পর দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া সময়ের অপেক্ষা। ফাইনালে ২১৫ রানের চাপ যথেষ্ট বেশি। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস দেখাল, লক্ষ্য কঠিন হলেও অসম্ভব নয়। বৃষ্টির দাপটে প্রায় ২ ঘণ্টা খেলা বন্ধ থাকলেও ছন্দ নষ্ট হয়নি চেন্নাইয়ের ব্যাটারদের। ২০ ওভারের খেলা কমে দাঁড়ায় ১৫ ওভারে। লক্ষ্য কমে হয় ১৭১। সেই লক্ষ্য তাড়া করে জিতে যায় চেন্নাই। গুজরাতকে হারিয়ে পঞ্চম বারের জন্য আইপিএল জিতলেন ধোনিরা।

টসে হারলেও হার্দিক জানিয়েছিলেন, তার মন বলছিল প্রথমে ব্যাট করা উচিত। ঘরের মাঠে দাপটে ব্যাট করলেন গুজরাতের ব্যাটাররা। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান করে গুজরাত। এর মধ্যে ৪৭ বলে ৯৬ রান করেন সুদর্শন।

জবাবে চেন্নাই ব্যাট করতে নামার পরে প্রথম ওভারে তিন বল পরেই বৃষ্টি শুরু হয়। ২ ঘণ্টা ১০ মিনিট পরে আবার খেলা শুরু হয়। ফলে খেলা কমে ১৫ ওভার করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। টার্গেট নির্ধারণ করা হয় ১৭১। শেষ দুই বলে চেন্নাইয়ের দরকার ছিল ১০ রান। রবীন্দ্র জাডেজা একটি ছক্কা ও একটি চার মেরে জয় নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে আ. লীগের সাড়ে ৩শ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপির মামলা
পরবর্তী নিবন্ধরুমায় কেএনএর আস্তানা থেকে বন্দুক, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার