আইন না মানায় সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা

নিরাপদ সড়ক দিবসের সভায় বক্তারা

আজাদী ডেস্ক | শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:১৩ পূর্বাহ্ণ

জাতীয় নিরাপদ সড়ক দিবসের মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সড়ক নিরাপত্তা নিশ্চিতে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী নির্বিশেষে সকলের এ সংক্রান্ত আইন ও বিধিবিধান জানা এবং তা মেনে চলা আবশ্যক। আইন না মানার একটি প্রবণতা আমাদের মধ্যে গড়ে উঠেছে। ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। কিন্তু আমাদের এই আইন না মানার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আশা করি, সবার মধ্যেই একটা সচেতনতা, সতর্কতা তৈরি হবে। তখনই আমাদের আজকের দিবস পালনের সার্থকতা আসবে। গতকাল শুক্রবার নগরীর একটি রেস্টুরেন্টে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। নিরাপদ সড়ক চাই নগর কমিটির সভাপতি এস.এম আবু তৈয়বের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী ফরিদ, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলী, চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সভাপতি হাজী মো. শাহাবুদ্দিন, নিরাপদ সড়ক চাই নগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, সহ-সাধারণ সম্পাদক আরশাদ উর রহমান এরশাদ, সাংবাদিক আরিচ আহমেদ শাহ, মো. মোস্তফা কামাল লিটন, সনত তালুকদার, শহীদুল ইসলাম, রেজাউল করিম রিটন, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, লায়ন আবদুল মান্নান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও আবাসিক এলাকায় নির্বাচনী মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধজাতীয় নিরাপদ সড়ক দিবসে সিএমপি ট্রাফিক বিভাগের লিফলেট বিতরণ