কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন করে নগরীতে বাংলাদেশ ব্যাংক ভবনের সীমানা দেয়াল ঘেঁষে নির্মিত ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণ ও অধিগ্রহণে মন্ত্রী পরিষদ সচিবের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগে চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। গত ২৮ অক্টোবর গভর্নর স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মহানগরীর পরীর পাহাড়ে জেলা আইনজীবী সমিতি অবৈধভাবে ২টি ভবন নির্মাণের চেষ্টা করে। এর প্রেক্ষিতে মন্ত্রীপরিষদ বিভাগের জারিকৃত পত্রানুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী উক্ত পরীর পাহাড়ে নতুন ভবন নির্মাণ না করা এবং আইনজীবী সমিতির ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণে নির্দেশনা প্রদান করেছেন। বাংলাদেশ ব্যাংকের সীমানা দেয়াল ঘেঁষে আইনজীবী সমিতি ৫টি ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণ করেছে। বাংলাদেশ ব্যাংক কেপিআই প্রতিষ্ঠান হওয়ায় সীমানার ২০ মিটারের মধ্যে কোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কেপিআই ডিফেন্স কমিটির (কেপিআইডিসি) ছাড়পত্র গ্রহণের নির্দেশনা রয়েছে। আইনজীবী সমিতি তা গ্রহণ করেনি। ফলে আইনজীবী সমিতি নির্মিত ৫টি ভবনসহ বাংলাদেশ ব্যাংকের অফিস ভবনসমূহ বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।












