আইআইইউসিতে ভিন্নধর্মী শখের প্রদর্শনী

| মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কেন্দ্রীয় খেলার মাঠে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে এক ভিন্নধর্মী প্রদর্শনী। প্রদর্শনীতে ছিল দেশিবিদেশি নানা প্রজাতির পাখি, কবুতর, বিড়াল, কুকুর, খরগোশ ইত্যাদি। আরোও ছিল বাহারি রকমের বনসাই। সৌখিন মানুষের জন্য ছিল বিভিন্ন দেশের মুদ্রা ও দুর্লভ বস্তু। পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবার জন্য ছিল বিনামূল্যে গাছ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। এ সময় তিনি বলেন, আজকে এরকম একটি ভিন্নধর্মী অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে। পড়াশোনার পাশাপাশি এ ধরনের ব্যতিক্রমী আয়োজন আইআইইউসি শিক্ষার্থীদের জীবনবোধ শেখাবে। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করবো ইনশাআল্লাহ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও এ ধরনের শখগুলো শিক্ষার্থীদের ভালো ও মানবিক মানুষ হয়ে গড়ে তুলতে সহায়ক হবে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, উপউপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মাওলা, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবীর, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্যান্সার হাসপাতালে ইনার হুইল ডিস্ট্রিক্টের অনুদান
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে দুই ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা