এতো গভীর কেন আঁধার
এতো আঁধার কেন আকাশ,
এতো গুমোট লাগছে এখানে
ভয়ে কুকরানো চারপাশ।
এতো কান্না কিসের ওখানে
এতো ব্যথার পূর্বাভাস,
এতো হাহাকার সবখানে
করছে সবাই হাঁসফাঁস।
দেখছো কি তুমি পূবের আকাশে
সূর্যের লাল নিশান,
আঁধার চিরে বাজবে আবার
আগমনীর বিষাণ।
হাসবে, খেলবে, গাইবে পৃথিবী
আলোর ঠিকানা খুঁজছি,
নতুন সাজে সাজাতে হবে
ভেতরে ভেতরে লড়ছি।
স্বপ্ন দেখি আলোর ফোয়ারা
চোখ যায় যতদূর,
শঙ্কা তবুও বুকের ভেতর
আঁধার পেরোতে কতদূর?






