অ্যাস্ট্রাজেনেকার ৩৫ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৪:২৯ পূর্বাহ্ণ

অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ৩৫ লাখ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। কোভ্যাক্সের আওতায় চলতি মাসের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে এই টিকা দেশে আসার কথা রয়েছে। ফলে অ্যাস্ট্রাজেনেকার টিকার অভাবে যে ১৫ লাখ লোক দ্বিতীয় ডোজের টিকা পাচ্ছিলেন না, তাদের দুশ্চিন্তার অবসান হতে যাচ্ছে। এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বুধবার ঢাকায় নিজ বাসায় পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এ সপ্তাহে বা আগামী সপ্তাহে জাপান কোভ্যাক্সের আওতায় বড়সংখ্যক টিকার চালান পাঠাবে। কোভ্যাক্সের আওতায় বলে এটা বিনা মূল্যে পাব। জাপান থেকে ২৫ লাখ টিকা পেতে পারি।’ জাপান কোন টিকা পাঠাবে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাপানের কাছ থেকে আমরা অ্যাস্ট্র্যাজেনেকার টিকা পাব। আর কোভ্যাক্সের আওতায় ইউরোপ থেকে বাংলাদেশ ১০ লাখ টিকা পাবে।’
প্রসঙ্গত, টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সে দু’ভাবে টিকা সংগ্রহ করা হয়। প্রথমত, বিভিন্ন দেশ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কোভ্যাক্সকে টিকা কিনে দেয়। দ্বিতীয়ত, বিশ্বের বিভিন্ন দেশ কোভ্যাক্সকে টিকা কিনতে টাকা দেয়। ওই অর্থ দিয়ে কোভ্যাক্স প্রয়োজন অনুযায়ী টিকা কিনছে।

পূর্ববর্তী নিবন্ধভবনের তলায় সারি সারি মটকা
পরবর্তী নিবন্ধআরো ৭০ হাজার চীনা টিকা আসছে চট্টগ্রামে