অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এলো নেটফ্লিক্সের ‘প্লে সামথিং’

| বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

আনুষ্ঠানিকভাবে নিজেদের নতুন শাফল ফিচার অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো নেটফ্লিঙ। এপ্রিলেই ফিচারটি পরীক্ষা করার খবর জানিয়েছিল মার্কিন এ স্ট্রিমিং জায়ান্ট। এখন এসে সে ধাপ পার করলো ‘প্লে সামথিং’ ফিচারটি। বৈশ্বিকভাবেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ও টিভির জন্য আসছে নেটফ্লিঙের ‘প্লে সামথিং’। দেখার মতো কিছু খুঁজে না পেলে ফিচারটির সাহায্যে নেটফ্লিঙকে বলা যাবে কোনো কন্টেন্ট চালিয়ে দিতে। ব্যবহারকারীর নির্দেশ পেলে নেটফ্লিঙ নিজেই ভার নেবে কন্টেন্ট দেখানোর। এখনও আইওএস প্ল্যাটফর্মে আসেনি ফিচারটি। নেটফ্লিঙ বলছে, আগামী মাসগুলো আইওএসে শাফল ফাংশন পরীক্ষা শুরু করবে তারা। খবর বিডিনিউজের। পৃথকভাবে ‘ফাস্ট লাফস’ ফিচার এনেছে নেটফ্লিঙ। ফিচারটি আইওএস ব্যবহারকারীরা বছরের শুরুতে পেলেও নির্বাচিত বাজারের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা মাত্র হাতে পাওয়া শুরু করেছেন। নির্বাচিত বাজারের মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, ইন্ডিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স এবং যুক্তরাজ্য। টুলটি সিরিজ এবং চলচ্চিত্র থেকে মজার সব ক্লিপ দেখায় ব্যবহারকারীকে। আগামীতে আইওএস ব্যবহারকারীদের জন্য ‘ডাউনলোডস ফর ইউ’ টুল আনবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ টুলটি এ বছরের শুরুতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এসেছিল। অপ্ট-ইন ফিচারটি ব্যবহারকারীর ‘ভিউয়িং হিস্ট্রি’ এর উপর ভিত্তি করে নিজে থেকেই কিছু কন্টেন্ট ডাউনলোড করে রাখে, যাতে ব্যবহারকারী অফলাইনে দেখতে পারেন। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ উল্লেখ করেছে, মোবাইল ডিভাইসে পর্দার নিচের দিকের অংশে থাকা ‘ন্যাভিগেশন বার’ এ প্লে সামথিং বাটনটি খুঁজে পাবেন আগ্রহীরা।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮৯.৮৬ কোটি টাকা