অ্যাডভোকেট শফিউল আলমের মৃত্যুবার্ষিকী আজ

| বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৮:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বারের সাবেক সভাপতি শফিউল আলমের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির হাতে আটক হন। ডালিম হোটেল ও সার্কিট হাউজে নির্যাতিত ও কারাবরণ করেন। ’৯০ এর সামরিক স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনেও সক্রিয় অংশগ্রহণ ও কারাবণ করেন। বিভিন্ন সময়ে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ ও সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর প্রণীত গ্রন্থ-‘সেই সে সময় আনন্দ বেদনায়’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে জমা দেওয়া হয়। ‘দুঃস্বপ্নের নরকে, ডালিম হোটেল’ প্রবন্ধ মীর কাশেম আলীর বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজের বিজনেস কনফারেন্স
পরবর্তী নিবন্ধআইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চের কাউন্সিল