অস্ত্র-মাদক-চোরাচালানের পণ্য উদ্ধারে দেশসেরা সিএমপি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৭:২৮ পূর্বাহ্ণ

অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালানের পণ্য উদ্ধারে ২০২০২১ সালে সারা দেশের পুলিশ বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পাশাপাশি চট্টগ্রামের র‌্যাব ও জেলা পুলিশও তাদের কর্ম দক্ষতার স্বীকৃতি পেয়েছেন। গত সোমবার পুলিশ সপ্তাহ২০২২ এর দ্বিতীয় দিনে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে ২০২০২১ সালে বাংলাদেশ পুলিশের বিভিন্ন অভিযানে (উদ্ধার) শ্রেষ্ঠদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) . বেনজীর আহমেদ। আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে ২০২০ সালে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, দ্বিতীয় হয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে কক্সবাজার জেলা পুলিশ। ‘ঘ’ গ্রুপে প্রথম হয়েছে র‌্যাব৭ চট্টগ্রাম এবং তৃতীয় হয়েছে র‌্যাব১৫ কক্সবাজার। আগ্নেয়াস্ত্র উদ্ধারে ২০২১ সালে ‘ক’ গ্রুপে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রথম এবং চট্টগ্রাম জেলা পুলিশ তৃতীয় হয়েছে। ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে কক্সবাজার জেলা পুলিশ। ‘ঘ’ গ্রুপে র‌্যাব৭ চট্টগ্রাম প্রথম এবং র‌্যাব১৫ কক্সবাজার তৃতীয় হয়েছে।

মাদকদ্রব্য উদ্ধারে ২০২০ সালে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং তৃতীয় হয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। ‘খ’ গ্রুপে কঙবাজার জেলা পুলিশ প্রথম হয়েছে। ‘ঘ’ গ্রুপে র‌্যাব১৫ কক্সবাজার তৃতীয় হয়েছে। ২০২১ সালে মাদকদ্রব্য উদ্ধারে ‘ক’ গ্রুপে দ্বিতীয় হয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ এবং তৃতীয় হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে কক্সবাজার জেলা পুলিশ। ‘ঘ’ গ্রুপে র‌্যাব৭ প্রথম এবং র‌্যাব১৫ দ্বিতীয় হয়েছে। চোরাচালান পণ্য উদ্ধারের ২০২০ সালে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। ‘খ’ গ্রুপে খাগড়াছড়ি জেলা পুলিশ প্রথম এবং বান্দরবান জেলা পুলিশ তৃতীয় হয়েছে। ‘ঘ’ গ্রুপে র‌্যাব৭ তৃতীয় হয়েছে। ২০২১ সালে চোরাচালান পণ্য উদ্ধারে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ‘ঘ’ গ্রুপে র‌্যাব৭ দ্বিতীয় হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২২ ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে রিভিউ কমিটির মতবিনিময় আজ
পরবর্তী নিবন্ধদুর্নীতির ধারণা সূচকে এক ধাপ নামল বাংলাদেশ