অসহায় রোগীর চিকিৎসায় কিডনি রোগী কল্যাণ সংস্থার অর্থ সহায়তা

| মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

মোহাম্মদ হোসেন নামে এক কিডনি রোগীর চিকিৎসায় অর্থ সহায়তা দিয়েছে কিডনি রোগী কল্যাণ সংস্থা। গত বৃহস্পতিবার দৈনিক আজাদী কার্যালয়ে রোগীর বড় মেয়ের হাতে এ অর্থ সহায়তা হস্তান্তর করেন একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এ সময় কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি ও প্রতিষ্ঠাতা এস. এম. জাহেদুল হক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কর্ণফুলী থানার অধিবাসী মোহাম্মদ হোসেন বেশ কয়েক বছর ধরে ডায়াবেটিস, হৃদরোগ ও চোখের রেটিনা জনিত সমস্যাসহ জটিল কিডনি রোগে আক্রান্ত। ৪ কন্যা ও ১ শিশু পুত্রসহ ৭ জনের পরিবারে তিনি ছাড়া উপার্জন করার মতো কেউ নেই। পেশায় ড্রাইভার মোহাম্মদ হোসেনের পরিবারে অভাব নিত্য সঙ্গী। এখন কিডনি রোগের ব্যয় বহুল চিকিৎসা এই পরিবারের উপর যেন মড়ার উপর খাঁড়ার ঘা। এসব বিষয়ে জেনে মোহাম্মদ হোসেনের চিকিৎসা সহায়তায় সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানায় কিডনি রোগী কল্যাণ সংস্থা। সংস্থার আহ্বানে একজন স্থপতি সহায়তার হাত বাড়িয়ে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্থপতির আর্থিক সহায়তা গত বৃহস্পতিবার মোহাম্মদ হোসেনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার
পরবর্তী নিবন্ধসৌদি আরবে বাস উল্টে ২০ ওমরাহ যাত্রী নিহত