অশ্রু জমে ভোরের শিশিরে

কামরুন ঋজু | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:০২ পূর্বাহ্ণ

প্রতীক্ষার পালার হোক অবসান

রঙিন বসন্ত দিয়েছে দোলা

প্রেমের অর্ঘ্য সাজিয়ে এসো, প্রিয়

আজ দখিনা দুয়ার খোলা।

অভিমানে তুমি কতো করবে রোদন

বসন্ত কী বারবার আসে ফিরে?

ফুল ফোটে ঝরে যায়

রজনী ফুরায়ে যায়

বেদনার অশ্রু জমে ভোরের শিশিরে।

পূর্ববর্তী নিবন্ধহৃদয়ে বৃষ্টি নামে
পরবর্তী নিবন্ধমহিউদ্দিন শাহ আলম নিপু স্মরণে