অশ্রুসিক্তের সৌভাগ্য

মাছরুর চৌধুরী | বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

ঠোঁটের উপর এসে,

যে নোনা পানিটা নাড়া দিল, সেটা বেশ পরিচিত।

কষ্টগুলো জমে গিয়ে এখন হদয়ের চেম্বার খালি করতে দীর্ঘশ্বাস নিল।

যেটি আমাকে অবচেতন করলো সাময়িক।

তাই বুঝতে পারিনি যখন পানিটা এসে চোখ থেকে

গড়িয়ে ঠোঁটে এসে বিচরণ করলো।

বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি।

তবে যখন বুঝতে পারি তখন

একটা নির্মল, সজীব, স্নিগ্ধকর প্রশান্তি বিরাজ করল।

তারপর মনে হলো,কষ্টের মাঝেও একটা সুখ আছে।

তাই অশ্রুসিক্ত হওয়ার সৌভাগ্য

সবার হয় না।

আমিই সে সৌভাগ্যবান, যে মাঝে মাঝে

একাকী অশ্রুপাতের প্রেক্ষাপটে নিজের নিজেকে

প্রত্যক্ষভাবে অবস্থান করতে পারি।

পূর্ববর্তী নিবন্ধঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবে
পরবর্তী নিবন্ধআমাকে ভুলে যাবার প্রতিযোগিতা