কী করছি আর কী করি
আজ মরি না কাল মরি
খারাপ কাজ ভুরি ভুরি
সুযোগ পেলে তাই চুরি!
যে করবে অপরাধ
তার বের হবেই অপবাদ
না মানলে দেশের আইন
থাকবে বাঁধা বুকে মাইন।
কাটে না তার শুভরাত
মৃত্যু হবে অপঘাত।
বিশ্বজিত বড়ুয়া | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ