অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে

মতবিনিময় সভায় এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন

| মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশে উইম্যান চেম্বারের মধ্যে সবচাইতে শক্তিশালী চিটাগাং উইম্যান চেম্বার। গতকাল সোমবার হোটেল আগ্রাবাদের ইছামতি হলে চিটাগাং উইম্যান চেম্বারের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমএমই ফাউন্ডেশন চেয়ারপার্সন ড. মো. মাসুদুর রহমান একথা বলেন। তিনি আরো বলেন, চিটাগাং উইম্যান চেম্বারের কর্মকাণ্ডকে বাংলাদেশের অন্যান্য জেলার মহিলা চেম্বারগুলো উন্নয়নের রোলমডেল হিসেবে অনুকরণ করে। জিডিপিতে নারীর অবদান ৩০ শতাংশ। নারী উন্নয়নে সঠিকভাবে কাজ করলে আগামীতে অংশগ্রহণ বাড়বে। বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। নারীরা এগিয়ে গেলে দেশের অর্থনীতির উন্নয়ন ঘটবে।

সভাপতির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক মনোয়ারা হাকিম আলী বলেন, চট্টগ্রমের নারী উদ্যোক্তারা রক্ষণশীল পরিবেশে স্বস্ব অবস্থানে থেকে তারা তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে চেষ্টা করছে। সঠিক সহযোগিতা পেলে তারা আরো এগিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান বলেন, এসএমই ফাউন্ডেশন এসএমই খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছে, আগামীতে আমাদের এই কার্যক্রম বর্ধিত আকারে করার পরিকল্পনা রয়েছে। স্বাগত বক্তব্য দেন, চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।

সম্মানিত অতিথি ছিলেন, ফার্নিচার শিল্প মালিক সমিতি, চট্টগ্রাম বিভাগের সহসভাপতি মো. সাইফুদ্দিন চৌধুরী দুলাল, ক্ষুদ্র পাদুকা শিল্প মালিক গ্রুপের সভাপতি মঞ্জুর খান, চিটাগাং উইম্যান চেম্বারের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আইভি হাসান। উপস্থিত ছিলেন মো. ইকবাল, এসএমই ফউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক রাহুল বড়ুয়া, চিটাগাং উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক গুলশানা আলী, রোকসানা আক্তার চৌধুরী রুহী, পরিচালক শামীম মোর্শেদ, কাজী তুহিনা আক্তার, সীমা খাতুন, সাবিনা কাইয়ুম, লুৎমিলা ফরিদ, নূজহাত নূয়েরী কৃষ্টি, ফাতেমা ইসলাম লিজা, জাহেদা আক্তার মিতা, ফেরদৌস ইয়াসনিম খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিনিয়ার মোশাররফকে অভিনন্দন জানালেন প্যানেল মেয়র লিটন
পরবর্তী নিবন্ধবিত্তশালীদের দুস্থদের সহায়তায় এগিয়ে আসতে হবে