যে চোখের মায়ায় পড়ে
আমি রোজ কবিতা লিখি
সে কবিতা কেবলই তুমি।
কবিতার আষ্টপৃষ্টে তুমি জড়িয়ে থাকো
প্রতিটি পংক্তি তোমার নামে উৎসর্গ করি রোজ
আমার দৃষ্টি জুড়ে শান্তিরা সব অস্থির
ভীষণ অস্থির
কেবল তোমারই নিতে খোঁজ।
তুমি আরাম করে জুড়ে বসো চক্ষু হৃদয় মাঝে,
আমি হারিয়ে যাই, আবার মলিন হয়ে যাই
শুধু তোমায় দেখার খোঁজে।
তুমি আমার কাছে স্বচ্ছ থাকো প্রতিটি
পাতা জুড়ে,
আর আমি; অস্পষ্টই থেকেই গেলাম
অলিখিত কবিতা জুড়ে,
কখনো সে অলিখিত কবিতাগুলো স্মৃতি হবে
আর হারিয়ে যাবে দূর বহুদূরে।
যদি কখনো হারানোর সুরে
ভেসে আসে কান্না, দীর্ঘশ্বাস করে ভর
অপরিচিতা হয়ে আসব না হয় আমি
কোনও এক প্রহরে,
কাগজের ক্যানভাসে দেখা হবে আবারও
কোনও অলিখিত, অমীমাংসিত কাগজে
নামহীন শহরে।