রাসেল ছিলো রাসেল আছে

ডা. প্রণব কুমার চৌধুরী | বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৮:০৭ পূর্বাহ্ণ

রাসেল ছিলো রাসেল আছে

বিশ্বঘরে সকাল সাঁঝে

সকল ঘরের শিশুর মাঝে

রাসেল আছে বুকের কাছে।

ওড়ে যখন মেঘের খুকি

আকাশ জুড়ে নাচনতারা

বাগান ভরা ফুলের ধারা

রাসেল সোনা দেয় যে উঁকি।

ঝরনা এখন কলমতুলি

আঁকছে ঢেলে রক্তকালি

ভাঙছে মিথ্যে চোরাবালি

রাসেলকে আজ কেমনে ভুলি?

পূর্ববর্তী নিবন্ধঅমীমাংসিত কাগজে নামহীন শহরে
পরবর্তী নিবন্ধবৌদ্ধ দর্শন, গণতন্ত্র ও যুক্তিবাদ