অভিনব কায়দায় ইয়াবা পাচার গ্রেপ্তার ১

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

বাঁশের টুকরীর ভিতরে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানার পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. মঈনুদ্দিন প্রকাশ মনির (২৭)। গতকাল বুধবার ভোররাতে পুলিশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় অভিযান চালায়। পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সু্‌ত্রে পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় অবস্থান নেয়।

এসময় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মহাসড়কে চলাচলরত যানবাহনে তল্লাশী চালায়। ভোররাত সাড়ে তিনটার দিকে মিয়ামী এয়ারকন নামে একটি যাত্রীবাহী বাস থেকে মঈনুদ্দিন নামে ওই যুবককে আটক করে। সে একটি বাঁশের টুকরীর তলায় আরেকটি তলা লাগিয়ে ভিতরে করে বিশেষ কায়দায় পাচারের সময় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ইয়াবাসহ আটককৃত মঈনুদ্দিন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পিওরি এলাকার মো. তাজুল ইসলামের পুত্র।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামীকে গতকাল আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামসহ ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস
পরবর্তী নিবন্ধমহাসড়কে পাগলা ষাঁড়ের কাণ্ড!